RINKU SINGH: কেকেআরের জন্যই বিশ্বকাপের স্কোয়াডে বাদ রিংকু! বিষ্ফোরক অভিযোগের নিশানায় গম্ভীর-চন্দ্রকান্ত পণ্ডিত

Rinku Singh in IPL 2024: কেকেআরের শীর্ষকর্তা শাহরুখ খান ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)-এর কাছে স্বেচ্ছায় আবেদন করেছেন, যাতে বিশ্বকাপের স্কোয়াডে রিংকু সিংকে সুযোগ দেওয়া হয়। কিন্তু, এবার রিংকু সিংয়ের টি-২০ বিশ্বকাপ দলে সুযোগ না পাওয়ার জন্য কেকেআর টিম ম্যানেজমেন্টের দিকেই অভিযোগের আঙুল উঠল। আর, বিস্ফোরক এই অভিযোগের নিশানায় খোদ কেকেআরের মেন্টর গৌতম গম্ভীর ও কোচ চন্দ্রকান্ত পণ্ডিত। স্বভাবতই, এমন অভিযোগ ঘিরে শুরু হয়েছে তীব্র জল্পনা।

গম্ভীর, পণ্ডিতদের বিরুদ্ধে এমন অভিযোগ ওঠার কারণ- এবারের আইপিএল প্রায় শেষের পথে। ইতিমধ্যে ১১টি ম্যাচ খেলে ফেলেছে নাইটরা। অথচ, এই ১১টি ম্যাচে গত আইপিএলে ছয় ছক্কা মেরে ধুন্ধুমার বাঁধানো রিংকু তেমন একটা ব্যাটিংয়ের সুযোগই পাননি। মাত্র ১০১ বল খেলার সুযোগ পেয়েছেন। আর, তাতে রান করেছেন ১৪৮। স্ট্রাইক রেট ১৪৬.৫৩। অথচ, ব্যাটার হিসেবে রিংকু জাতীয় দলের হয়ে এবং গত আইপিএলে রীতিমতো ঝড় তুলেছেন। সেই কারণেই, বিশেষজ্ঞরা অনেকেই ১৫ জনের স্কোয়াড থেকে রিংকুর বাদ পড়ায় হতবাক।

ভারতের একদিনের বিশ্বকাপজয়ী দলের সদস্য কৃষ্ণমাচারি শ্রীকান্ত তো বলেই বসেছেন, রিংকুর খেলা দেখে ভারতের বাইরের বিশেষজ্ঞরাও মুগ্ধ। টি-২০ ক্রিকেটে ফিনিশার হিসেবে রিংকুর খ্যাতি এখন বিশ্বজোড়া। তরুণ এই খেলোয়াড়ের জোরালো শট কেকেআর শুধু নয়, টিম ইন্ডিয়াকেও টি-২০ তে বেশ কয়েকটি ম্যাচ জিতিয়েছে। এখনও পর্যন্ত ১৫টি আন্তর্জাতিক টি-২০ ম্যাচে ফিনিশার হিসেবে নেমে রিংকু ৩৫৬ রান করেছেন। স্ট্রাইক রেট ১৭৬.২৩।

কিন্তু, এবারের আইপিএলে সুনীল নারিন, ফিল সল্টরা যেভাবে কেকেআরের একের পর এক ম্যাচ সামলাচ্ছেন, তাতে রিংকু সেভাবে মাঠে নামার সুযোগই পাননি। আর, সেটাই টিম ইন্ডিয়ায় চান্স পাওয়ার ক্ষেত্রে রিংকুর সামনে প্রতিবন্ধকতা তৈরি করেছে বলে মনে করছেন জাতীয় দলের প্রাক্তন খেলোয়াড় অশোক মালহোত্রা।

আরও পড়ুন- বাংলাদেশি ভক্তকে বেধড়ক মার, ছোট্ট ভুলে প্রকাশ্যেই নির্যাতন সাকিবের! ফের বিতর্কের দাবানল, দেখুন ভিডিও

সংবাদমাধ্যমকে বাংলা রঞ্জি দলের প্রাক্তন খেলোয়াড় মালহোত্রা বলেছেন, ‘আমি তো কেকেআর ম্যানেজমেন্টকেই দোষ দেব। ও (রিংকু সিং) গত বছরের হিরো। কিন্তু, এবছর তো সেভাবে ব্যাট করার সুযোগই পায়নি। আর, যখন ওঁকে সুযোগ দিচ্ছে, তখন ওঁর পারফরম্যান্সটা ভালো না। ও ফর্ম হারিয়েছে। ও মোটেই ভালো নেই। যাই হোক নির্বাচকরা ওঁকে রিজার্ভ খেলোয়াড় হিসেবে জাতীয় দলে রেখেছেন। কিন্তু, আমার মনে হয়, ওঁর ১৫ জনের স্কোয়াডেই থাকা উচিত।’

2024-05-07T14:34:29Z dg43tfdfdgfd