KUNAL GHOSH TROLLS EAST BENGAL FANS: ‘অতৃপ্ত আত্মার লম্ফঝম্ফ’, ইস্টবেঙ্গলকে খোঁচা মোহনবাগানি কুণালের, শুনলেন 'জয় CESC'

আইএসএলের ফাইনালে মোহনবাগান সুপার জায়ান্টের হারের পরে ইস্টবেঙ্গল ফ্যানদের খোঁচা দিলেন কুণাল ঘোষ। শনিবার রাতের হৃদয়ভঙ্গের পরে রবিবার সকালে ফেসবুক পোস্টে তৃণমূল কংগ্রেস নেতা তথা মোহনবাগানের আদ্যোপান্ত ফ্যান বলেন, মোহনবাগান হেরে যাওয়ায় কিছু ‘অতৃপ্ত আত্মা’ এমন লম্ফঝম্ফ করছে যে দেখে মনে হচ্ছে ইস্টবেঙ্গলই আইএসএল ফাইনালে জিতেছে। সেইসঙ্গে খোঁচা দিয়ে ইস্টবেঙ্গল সমর্থকদের ‘আন্তরিক অভিনন্দন’ জানান। আর আইএসএলের পয়েন্ট তালিকায় নিজেদের অবস্থান দেখে নেওয়ারও পরামর্শ দেন কুণাল। তাঁর সেই পোস্টে আবার তৃণমূলেরই মুখপাত্র অরূপ চক্রবর্তী লেখেন, ‘জয় সিইএসসি, জয় গোয়েঙ্কা।’

ফেসবুক পোস্টে কুণাল কী লিখেছেন? 

নিজের ফেসবুক পোস্টে কুণাল বলেন, ‘আইএসএল লিগ শিল্ড জিতেছিল মোহনবাগান। এখন গতকাল আইএসএল কাপের ফাইনালের পরে কিছু অতৃপ্ত আত্মার লম্ফঝম্ফ দেখে মনে হল কাপটা জিতেছে ইস্টবেঙ্গল। নাও ভাই, আন্তরিক অভিনন্দন। ফেসবুক বিপ্লবের পর লিগ টেবিলে একটু নিজেদের অবস্থানটা দেখে নিও। জয় মোহনবাগান।’

আরও পড়ুন: Mohun Bagan Transfer News: পরের মরশুম নিয়ে ক্লাবের সঙ্গে কথা চলছে- মোহনবাগান ছাড়ার জল্পনা ফুৎকারে ওড়ালেন হাবাস

আইএসএল ফাইনালে হার মোহনবাগানের

শনিবার আইএসএল ফাইনালে মুম্বই সিটি এফসির বিরুদ্ধে ১-৩ গোলে হেরে গিয়েছে মোহনবাগান। গত ১৫ এপ্রিল যে যুবভারতী ক্রীড়াঙ্গনে মুম্বইকে হারিয়ে আইএসএলের লিগ শিল্ড (লিগ চ্যাম্পিয়ন) জিতেছিল মোহনবাগান, সেই মাঠেই হৃদয়ভঙ্গ হয়েছে সবুজ-মেরুন ব্রিগেডের। 

আইএসএলে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স

কলিঙ্গ সুপার কাপ জিতলেও এবার আইএসএলে ইস্টবেঙ্গলের পারফরম্যান্স একেবারেই আহামরি হয়নি। ২২টি ম্যাচের মধ্যে মাত্র ছ'টি ম্যাচে জিতেছে লাল-হলুদ ব্রিগেড। ড্র করেছিল ছ'টি ম্যাচে। ১০টি ম্যাচে হেরে গিয়েছে। ঝুলিতে এসেছে ২৪ পয়েন্ট। আইএসএলে স্বপ্নভঙ্গ হলেও কলিঙ্গ সুপার কাপ জেতার সুবাদে আগামী মরশুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-র যোগ্যতা-অর্জন পর্বে খেলবে ইস্টবেঙ্গল।

আরও পড়ুন: মোহনবাগানকে হারাতেই মাঝরাতে মুম্বইয়ের টিম হোটেলে মিষ্টির হাঁড়ি নিয়ে হাজির ইস্টবেঙ্গল! ময়দানে বিতর্কের আগুন

অন্যদিকে, ২২টি ম্যাচে ৪৮ পয়েন্ট নিয়ে আইএসএলের লিগ শিল্ড জিতেছে মোহনবাগান। ১৫টি ম্যাচে জিতেছে। চারটি ম্যাচে হেরে গিয়েছে। তিনটি ম্যাচে ড্র করেছে। শনিবার আইএসএল ফাইনালে হারলেও লিগ শিল্ড জয়ের ফলে এশিয়ার মঞ্চে খেলার টিকিট পেয়ে গিয়েছে মোহনবাগান। আগামী মরশুমে এএফসি চ্যাম্পিয়ন্স লিগ ২-র মূলপর্বে খেলবে সবুজ-মেরুন ব্রিগেড।

আরও পড়ুন: MBSG vs MCFC: একেবারেই খেলতে পারিনি- আক্ষেপের সুর হাবাসের গলায়, বাগানকে শিল্ড জয়ের কৃতিত্ব দিয়ে সান্ত্বনা মুম্বই কোচের

2024-05-05T07:44:20Z dg43tfdfdgfd