MANIKA BATRA BEATS WORLD NO 2: বিশ্বের ২ নম্বরকে উড়িয়ে দিলেন মনিকা বাত্রা! প্রথম গেমে হেরেও জিতলেন ৩-১-তে

বিশ্বের দুই নম্বর তারকাকে হারিয়ে দিলেন মনিকা বাত্রা। সৌদি স্ম্যাশে চিনা তারকা ওয়াং মানইউকে ৩-১ ব্যবধানে হারিয়ে দিলেন ভারতীয় তারকা। সোমবার ৬-১১ গেমে হেরে যান মনিকা। তারপর দুর্দান্ত কামব্যাক করেন। দ্বিতীয় গেম জিতে নেন ১১-৫ ব্যবধানে। ১১-৭ ব্যবধানে জেতেন তৃতীয় গেম। চতুর্থ গেমটা ১২-১০ ব্যবধানে জিতে নেন। সেইসঙ্গে বিশ্বের দুই নম্বর তারকাকে হারিয়ে দেন ভারতীয় তারকা। যা তাঁদের মধ্যে পঞ্চম সাক্ষাতে মনিকার প্রথম জয়। যে জয়ের ফলে সৌদি স্ম্যাশের ‘রাউন্ড অফ ১৬’-তে পৌঁছে গেলেন ভারতীয় তারকা।

যে জয়টা মনিকার মনোবল বাড়ানোর জন্য অত্য়ন্ত গুরুত্বপূর্ণ। কারণ সম্প্রতি তিনি নিজের সিংহাসন হারিয়েছেন। ইন্টারন্যাশনাল টেবিল টেনিস ফেডারেশনের তরফে সম্প্রতি যে র‍্যাঙ্কিং প্রকাশিত হয়েছে, তাতে মহিলাদের সিঙ্গলসে ভারতীয় খেলোয়াড়দের মধ্যে শীর্ষে থাকার সিংহাসন ছাড়িয়েছেন। এখন ভারতের সেরা টেবিল টেনিস খেলোয়াড়ের সিংহাসন আছে সৃজা আকুলার কাছে। আপাতত তাঁর র‍্যাঙ্কিং হল ৩৮। আর তাঁর ঠিক নীচেই ৩৯ নম্বরে আছেন মনিকা। 

আরও পড়ুন: Paris Olympics- 4x400 মিটার দৌড়ে অলিম্পিক্সের টিকিট হাতে পেল ভারতীয় পুরুষ ও মহিলা অ্যাথলিটরা

(বিস্তারিত পরে আসছে)

2024-05-06T14:49:09Z dg43tfdfdgfd