MBSG VS MCFC, ISL 2023-24 FINAL: নিজেদের সেরাটাই দিতে পারিনি- হারের পর অজুহাত নয়, বরং ভুল স্বীকার কামিন্স-পেত্রাতোসদের

আইএসএল ফাইনালে মোহনবাগান যেন সবচেয়ে খারাপ ফুটবল খেলল। পুরো দলেরই হতশ্রী দশা। রক্ষণ তো পুরো ল্যাজেগোবরে হল। মাঝমাঠের দশাও তথৈবচ। নিষ্প্রভ ফরোয়ার্ডও। টিম হিসেবেই এদিন চূড়ান্ত ব্যর্থ সবুজ-মেরুন বাহিনী। এই হারের আলদা করে কোনও ব্যাখ্যা দেওয়ার জন্য ফুটবল পণ্ডিত না হলেও চলবে।

আরও পড়ুন: রক্ষণই ডোবাল মোহনবাগানকে, মুম্বইয়ের কাছে ১-৩ হার, ত্রিমুকুটের স্বপ্নভঙ্গ সবুজ-মেরুনের

যে দলকে ১৮ দিন আগে হারিয়ে লিগ শিল্ড জিতেছিল, সেই দলের বিরুদ্ধে ফাইনালে কেন এমন বিশ্রি পারফরম্যান্স? কোনও অজুহাত দেওয়ারও জায়গা নেই বাগান শিবিরের। জেসন কামিন্স ম্যাচের পর বলেন, ‘নির্দিষ্ট দিনের উপর রেজাল্ট নির্ভর করে। আমরা এই ম্যাচে খেলতেই পারিনি। হার, জিত খেলারই অঙ্গ। আমাদের গোটা মরশুম ভালো গিয়েছে। লিগ শিল্ড জয় স্মরণীয়। আমরা ফ্যানদের জন্য আইএসএল কাপ জিততে চেয়েছিলাম। সেটা না পেরে হতাশ। দিনটা আমাদের ছিল না। আমাদের এর থেকে শিক্ষা নিতে হবে। আপাতত ছুটি উপভোগ করব। আরও শক্তিশালী হয়ে ফিরতে হবে। সামনে এএফসির চ্যালেঞ্জ আছে। আমাদের একটানা সমর্থন করার জন্য সাপোর্টারদের ধন্যবাদ। আমরা আজ নিজেদের সেরাটা দিতে পারিনি। তবে আরও শক্তিশালী হয়ে ফিরব।’

আরও পড়ুন: মেলবোর্ন সিটির তারকাকে বছরে প্রায় ২.৮ কোটির প্রস্তাব দিল মোহনবাগান, টানাটানি করছে মুম্বইও

দিমিত্রি পেত্রাতোসও এদিন একেবারে ম্যাড়ম্যাড়ে। কোনও রকম পার্থক্যই গড়ে তুলতে পারেননি। আলাদা করে তাঁকে দায়িত্ব নিতেও দেখা যায়নি। অথচ প্রায় গোটা টুর্নামেন্ট জুড়ে তিনি একের পর এক ম্যাচে সবুজ-মেরুন ফুল ফুটিয়েছেন। যে কারণে টুর্নামেন্টের সেরা প্লেয়ার নির্বাচিত হয়েছেন দিমি। কিন্তু ফাইনাল হারার পর, কোনও পুরস্কারেই তাঁর কাছে আর কোনও মূল্য নেই। মাঠ ছাড়ার আগে পেত্রাতোস বলেন, ‘দিনটা আমাদের ছিল না। আমিও এই হারেরই অঙ্গ। আমরা সবাই সারা বছর ধরে নিজেদের উজাড় করে দিয়েছি। কিন্তু এই ম্যাচে আমরা সেটা করতে পারিনি।’

আরও পড়ুন: লিগশিল্ড জিতে ইতিহাস লেখার অধ্যায়টি মোটেও সহজ ছিল না মোহনবাগানের, জানুন, কীভাবে চড়াই-উতরাই টপকে এল সাফল্য!

মোহনবাগান কোচ আন্তোনিয়ো লোপেজ হাবাসও তো সোজাসাপ্টা বলে দিয়েছেন, ‘আমরা এগিয়ে গেলেও, প্রতিপক্ষের চেয়ে ভালো খেলতে পারিনি। মুম্বই আমাদের চেয়ে ভালো খেলেছে। সেই জন্য ওদের অভিনন্দন। ওদের আমরা চাপে ফেলতেই পারিনি। মুম্বই বরং অনেক সোজা এবং স্বাভাবিক ফুটবল খেলেছে। আমরা ওদের চাপে ফেলার সুযোগই পাইনি। ওরা ডিফেন্স করার পর বারবার আক্রমণে উঠেছে। কিন্তু আমরা ওদের আটকাতে পারিনি। নিজেদের বক্সে ওদের আটকানো উচিত ছিল আমাদের। কিন্তু আমরা তা পারিনি। এটা ওদের কৃতিত্ব অবশ্যই। আমাদের আরও সঙ্ঘবদ্ধ হয়ে খেলা উচিত ছিল।’

2024-05-05T04:58:50Z dg43tfdfdgfd