আগামী মরশুমের জন্য দল গঠন প্রায় শেষ: দলবদল নিয়ে ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারের বড় দাবি

শুভব্রত মুখার্জি:- পরপর চার বছর আইএসএলে খেলেছে ইস্টবেঙ্গল দল। তবে সেই ভাবে সাফল্যের মুখ তারা দেখতে পায়নি এখনও। শেষ কয়েকটি মরশুমের মধ্যে আবার গত মরশুমে অবশ্য তাদের পারফরম্যান্স খুবই ভালো। আর সেই পারফরম্যান্স ধরে রাখা তো বটেই এর পাশাপাশি পরের বছর আইএসএলের ট্রফি জয়ের লক্ষ্য নিয়ে এবার প্রথম থেকেই ঝাঁপাচ্ছে লাল হলুদ শিবির। ক্লাব কর্তা দেবব্রত সরকার বিনিয়োগকারী সংস্থা ইমামির সঙ্গে দীর্ঘ বৈঠক করেছেন। দীর্ঘ বৈঠক থেকে বেরিয়ে তিনি বড় দাবি করেছেন। তাঁর স্পষ্ট বক্তব্য আগামী মরশুমে ইস্টবেঙ্গলের অর্ধেক দল গড়া শেষ হয়ে গিয়েছে। আর নাকি চার, পাঁচটা স্লট বাকি রয়েছে চূড়ান্ত করতে।

আরও পড়ুন… ভিডিয়ো: শুনেছেন কি ধোনির স্তুতি! মাহির জন্য কবিতা লিখে গান গাইলেন Gangs of Wasseypur-এর এই অভিনেতা 

বৃহস্পতিবার বিকেলের দিকে ইমামি হাউসে যান ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার। সেখানে প্রায় দুই ঘণ্টা বৈঠক হয় দুই পক্ষের। বৈঠক শুরু হয়েছিল বিকেল ৩:২০ নাগাদ। শেষ হয় ৫:২০ নাগাদ। বৈঠকে ইমামি গ্রুপের তরফে ছিলেন মনীশ গোয়েঙ্কা এবং বিভাস আগরওয়াল। দলগঠনের বিভিন্ন বিষয়ে আলোচনার পরে তারা নীচে নেমে আসেন। সেখানে অপেক্ষারত সাংবাদিকদের মুখোমুখি হন তারা। তাদের সমস্ত প্রশ্নের একেবারে সোজা ব্যাটে উত্তর দিয়েছেন দেবব্রত সরকার এবং মনীশ গোয়েঙ্কা।

আরও পড়ুন… ভিডিয়ো: পঞ্চাশ করেই মাঠের মাঝখানে গানশট সেলিব্রেশন করলেন রিলি রসউ, পালটা দিলেন বিরাট কোহলি

ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার জানিয়েছেন, ‘কোচ আমাদেরকে ফুটবলারের তালিকা দিয়েছিল। আমরা চেষ্টা করেছি সেই তালিকা অনুযায়ী ফুটবলারদের আনতে। আমাদের প্রায় অর্ধেক দলগঠন শেষ‌। এবার আর ৪-৫ জন ফুটবলারকে চূড়ান্ত করা আমাদের বাকি রয়েছে। আমরা ভালো ভারতীয় ফুটবলার আনার পাশাপাশি ভালো বিদেশি ফুটবলারও আনার চেষ্টা করছি।’

আরও পড়ুন… বিশ্বকাপের পরেই নতুন কোচ খুঁজবে BCCI, অ্যাড দেবে বোর্ড, অ্যাপ্লাই করবেন দ্রাবিড়?

দলের বাজেট নিয়ে বলতে গিয়ে ইমামি কর্তা মনীশ জানিয়েছেন, ‘দলের বাজেট বাড়ল বা কমল না এক থাকল তা নিয়ে আমরা এখন কিছু বলব না। আর কয়েকদিনের মধ্যে আপনারা জেনে যাবেন আমরা কাকে কাকে সই করিয়েছি।আর তার থেকেই আপনারা ধারণা পেয়ে যাবেন যে দলের বাজেট কী হয়েছে।’

আরও পড়ুন… T20 WC 2024 এর আগে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন KKR-এর প্রাক্তন বিস্ফোরক কিউয়ি ব্যাটার

ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকার আরো জানিয়েছেন, ‘আমরা সব সময়েই ভালো ফুটবলার দলে নেওয়ার চেষ্টা করি। ভালো ফল করাই আমাদের লক্ষ্য। আগামী মরশুমে আইএসএলের প্লে অফে খেলাই আমাদের লক্ষ্য। এএফসিতেও আমরাও ভালো খেলতে বদ্ধপরিকর। তবে ফুটবল এমন একটা খেলা সেই দিন যে ভালো খেলবে সেই জিতবে। আপনারা কি কেউ ভেবেছিলেন যে মোহনবাগান হারবে? সে দিন মুম্বই ভালো খেলেছে বলে ওঁরা জিতেছে। আমরাও ভালো খেলার লক্ষ্যে ভালো ফুটবলার নিয়েছি। বাজেট কি সেটা আমাদের অভ্যন্তরীন বিষয়। আমরা সেটা আপনাদের সামনে বলব না। তাছাড়া এই মুহূর্তে আমরা কাকে সই করিয়েছি তা আপনাদের বলতে পারছি না। কারণ আমাদের তা আগে রিলায়েন্সের কাছে জমা করতে হবে। তারপরেই আমরা জনসমক্ষে সব বলতে পারব।’

2024-05-10T10:44:45Z dg43tfdfdgfd